মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিলে বৃহস্পতিবার সকাল ১০ টায় এক গেট সভা অনুষ্ঠিত হয় । সোনালী জুট মিল এ্যাডহক কমিটির আহবায়ক মোঃ বিল্লাল মোড়লের সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল শেখের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সোনালী জুট মিল এ্যাডহক কমিটির সদস্য আফেলউদ্দিন, বাবুল খান, মোঃ লুৎফর খান, শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, বিল্লাল শেখ, চাঁন মিয়া প্রমুখ ।
গেটসভা থেকে শ্রমিকদেরকে ঐকবদ্ধ থাকার আহবান জানান শ্রমিক নেতারা । এছাড়া শ্রমিকরা তাদের চূড়ান্ত পাওনা এ্যাডহক কমিটির মাধ্যমে পেতে পারে সে ব্যাপারে বর্তমান এ্যাডহক কমিটির সুদৃষ্টি কামনা করেন । সভা থেকে শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা সফল করার আহবান জানানো হয়।