শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মাদক মামলার হাজিরা হতে অব্যাহতি পেলেন পরীমনি

বিনোদন ডেস্ক

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

 

বৃহস্পতিবার (২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত তাকে হাজিরা থেকে অব্যাহতি দেন।

এর আগে গত ১২ মে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমনির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুম চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করে এ বিষয় শুনানির জন্য বৃহস্পতিবার (২ জুন) ধার্য করেন। এছাড়া মামলার সাক্ষ্যগ্রহণের জন্যও একই দিন ধার্য করেন।

এর আগে গত ২৯ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সেদিন অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১ মার্চ থেকে। বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র‌্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন।

গত বছরের ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।

ওই বছরের ৩১ আগস্ট বিচারিক আদালত পরীমনিকে জামিন দেন। ২৭ দিন কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান এ নায়িকা।

 

খুলনা গেজেট/ আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন