বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বিরতির আগে ইটালির জালে আর্জেন্টনার ২ গোল

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমায় ইতালি চোয়ালবদ্ধ রক্ষণ নিয়েই শুরু করেছিল। তবে লিওনেল মেসির নৈপুণ্যে লাওতারো মার্টিনেজের গোলে ভাঙল ইতালির রক্ষণ। এরপর সেই লাওতারোর বাড়ানো বলে আনহেল ডি মারিয়ার গোলে ২-০ গোলে এগিয়েই বিরতিতে গেল আর্জেন্টিনা।

ম্যাচের বয়স আধঘণ্টা হওয়ার আগেই লিড নেয় আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ২৮ মিনিটেই দলকে এগিয়ে দিলেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

বাম পাশ থেকে অধিনায়ক লিওনেল মেসির এগিয়ে দেওয়া বলে পা লাগিয়ে জালের ঠিকানা খুঁজে নিয়েছেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০তম গোল।

আর প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্টিনেজের পাস থেকে বুদ্ধিদীপ্ত শটে স্কোরশিটে নাম তুলেছেন অ্যাঞ্জেলো ডি মারিয়া।

মেসি-মার্টিনেজের এই রসায়ন এবং ডিমারিয়ার দুর্দান্ত গোলে ফাইনালিসিমায় এখন এগিয়ে আলবিসেলেস্তেরা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন