বাগেরহাটের শরণখোলায় হাঁসের ঘর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকাল ৭টার দিকে শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের আবদুর রাজ্জাক হাওলাদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
হাঁসের খোপ থেকে কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।
বাড়ির মালিক আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে আমাদের ঘুম ভাঙ্গে। বুঝতে পারি হাঁসের খোপে কিছু একটা প্রবেশ করেছে। খোপের মুখ খুলে দেখতে পাই একটি অজগর শুয়ে রয়েছে। পরবর্তীতে সিপিজি‘র সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে। মনে হয় রাতের কোন একসময় অজগরটি হাঁসের খোপে প্রবেশ করেছে। খোপে প্রবেশ করে রাতভর হাস খেয়েছে অজগরটি। আমাদের তিনটি রাজহাস ও একটি পাতি হাঁস খেয়েছে সাপটি।
সিপিজির দলনেতা মো. খলিল জমাদ্দার বলেন, হাসের খোপ থেকে ধরে বাইরে আনার পর চারটি হাঁসের মরদেহ বেরিয়ে আসে সাপের মুখ থেকে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি। অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।