সুন্দরবনে অনুপ্রবেশ করায় একটি ফাইভার ট্রলারসহ আবেয়ার (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ট্রলার থেকে জব্দ করা হয় ৯ বস্তা চিংড়ি শুটকী।
সোমবার দিবাগত রাতে সুন্দরবনের পশুর নদীর নন্দবালা এলাকা হতে ট্রলার ও শুটকীসহ ওই ব্যক্তিকে আটক করে বনে টহলরত বনরক্ষীরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন বনবিভাগের মরাপশুর টহল ফাঁড়ির কর্মকর্তা মোঃ অহিবুল ইসলাম জানান, সুন্দরবনের নদী-খালে ৩ মাসের জন্য সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ হওয়ায় অনুপ্রবেশ ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়।
তিনি বলেন, জেলেরা সাধারণত কাঠের তৈরি নৌকা ও ট্রলার ব্যবহার করে থাকে। তাই বনবিভাগের চোখ ফাঁকি দিতে মৎস্য দূর্বৃত্ত চক্রটি ফাইভার বোট যোগে শুটকী পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ বস্তা চিংড়ি শুটকী উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলার ও শুটকীসহ আটক আবেয়ারের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় জেলেরা অভিযোগ করেন কতিপয় ব্যক্তি বনে অনুপ্রেবশ করে বিষ দিয়ে মাছ শিকার ও বনের কাঠ পুড়িয়ে শুটকী তৈরি এবং পাচারের সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে চলতি প্রজনন মৌসুমে সুন্দরবনের মৎস্য প্রজাতির অপূরনীয় ক্ষতির আশংকা রয়েছে।