খুলনার দিঘলিয়া উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা, জবাবদিহিতা, শুদ্ধাচার, কর্মসেবার মানোন্নয়ন ও উপযোগীতা বৃদ্ধির লক্ষ্যে আভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২২ অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস এ কর্মশালার আয়োজন করে।
সোমবার (৩০ মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সাব-রেজিস্ট্রার মোঃ মোহায়মেনুর রহমান ও ডুমুরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ শহিদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস।
কর্মশালা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী বাড়ৈ।
উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত ৮ জন দলিল লেখক কর্মশালায় অংশগ্রহণ করেন। তারা হলেন শেখ ফরিদ আহম্মেদ টুটুল, রাজু কুমার সেন, মোড়ল হাফিজুর রহমান, মোঃ আনিচুর রহমান, অপু দেবনাথ, মোঃ আশাফুজ্জামান, মোঃ মিকাইল কাজী, মোঃ মহিদুল ইসলাম কাজী।
খুলনা গেজেট/ এস আই