নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে সেনা

আন্তর্জাতিক ডেস্ক

তুষারপাতের জন্য নেপালে ভেঙে পড়া বিমানের খোঁজ মাঝপথেই বন্ধ করতে হয়েছিল রবিবার।

সোমবার সকালে তল্লাশি অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি সংস্থা পরিচালিত টুইন-ইঞ্জিন বিমানটির। যার ২২ জন যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয়ও ছিলেন।

সোমবার নেপাল সেনাবাহিনীর তরফে খবরটি জানানো হয়। সংবাদ সংস্থা এএনআই নেপাল সেনাসূত্র উদ্ধৃত করে জানিয়েছে বিমানটির খোঁজ পাওয়া গিয়েছে নেপালের মুস্তাঙ্গ এলাকাতেই। যেমনটা রবিবারই অনুমান করা হয়েছিল। কিন্তু রবিবার মুস্তাঙ্গে উদ্ধারকাজ শুরু হওয়ার কিছু পরেই বন্ধ করে দিতে হয়, আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় নেপাল প্রশাসন। সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা।

তারা জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাঙ্গের থাসাং টু-এর সানসোয়ারে দেখা গিয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরুও হয়েছে সেখানে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন