খুলনায় ‘ডিজিটাল রাইস প্রকিউরমেন্ট’ অ্যাপস-এর মাধ্যমে শতভাগ চাল সংগ্রহ কার্যক্রমের সমাপণী শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে আরো সংযুক্ত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ এবং খুলনার বিভাগীয় কমিশনার, ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
মন্ত্রী তাঁর বক্তব্যে এই অভিনব উদ্যোগের জন্য খুলনা জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। তিনি খুলনার মিল মালিক সমিতিকে এই সুন্দর উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে আরো সংযুক্ত ছিলেন খুলনার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক, খুলনা মুহাম্মদ তানভীর রহমান, প্রেসক্লাবের সভাপতি জনাব এস এম নজরুল ইসলাম, মিল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, স্বচ্ছ ও সহজতর আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে ইতোপূর্বেই ‘Digital Rice Procurement’ নামক একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়। গত ১৮ মে জেলার ডুমুরিয়া উপজেলার খাদ্য গুদাম (এল এস ডি গোডাউন)-এ মোবাইল অ্যাপ এর মাধ্যমে ডুমুরিয়া উপজেলার কৃষকদের নিকট থেকে চাল সংগ্রহের মাধ্যমে চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/নাফি