খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

ইউক্রেনে চার হাজার বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জা‌তিক ডেস্ক

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনে চার হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা করছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। খবর রয়টার্স ও আল জাজিরার।

ওএইচসিএইচআর-এর তথ্য বলছে—রুশ অভিযানে ইউক্রেনে মোট চার হাজার ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে। বেশির ভাগই ভারী কামান ও বিমান হামলায় নিহত হয়েছে। যদিও রাশিয়া বরাবরই বলে আসছে যে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না।

এদিকে, রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্‌স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার।

পর্যালোচনা করে কেএসই আরও জানায়, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়াসহ অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে।

ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী টিমোফি মিলোভানভ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, পুনর্গঠনের জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থের প্রয়োজন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!