খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক চিকিৎসা শেষে আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছেছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
চিকিৎসকের পরামর্শে তিনি আরো কিছুদিন বিশ্রামে থাকবেন। সিটি মেয়র দলীয় নেতাকর্মীসহ নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক উন্নত চিকিৎসা শেষে শুক্রবার দেশে ফিরেছেন। তাঁকে আরো ২০দিন সম্পূর্ণ বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ সময়ে তিনি দলীয় নেতাকর্মীসহ সরকারি-বেসরকারি, সামাজিক কোন প্রতিষ্ঠানের ব্যক্তিদের সাথে দেখা করা বা কোন কাজে যোগদান না করার জন্য পরামর্শ দিয়েছেন। সুতরাং দলের এবং খুলনার মানুষের স্বার্থে আগামী কুড়ি দিন কেউ তার সাথে দেখা না করে সুস্থতার জন্য সহযোগিতা করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।