সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব-১৭ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বুধবার (২৫ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, ইকবল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার মহিলা সদস্য শিমুন শামস্, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, জাতীয় রেফারী রফিকুল ইসলাম খান প্রমুখ।
জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরা পৌরসভা দল প্রতিদ্ব›িদ্বতা করে আশাশুনি উপজেলা দলের সাথে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূণ্য ড্র হওয়ায় টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল সাতক্ষীরা পৌরসভাকে ২-১ গোলে পরাজিত করে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা অনুর্দ্ধ-১৭ এর খেলায় সাতক্ষীরা পৌরসভা দল আশাশুনি উপজেলা দলকে ৯-০ গোলে পরাজিত করে।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রেফারী ছিলেন কামরুজ্জামান বাবু। তার সহকারি ছিলেন রাজু, রুবেল ও সাইফুল। এছাড়া বঙ্গমাতা ফুটবল খেলা পরিচালনা করেন রেফারী আঁখি। তার সহকারি ছিলেন, ফারুক, রুহুল আমিন ও সুরভী।
এসময় জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।
খুলনা গেজেট/ টি আই