আগামি ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের যুগান্তকারী পরিবর্তন হতে যাচ্ছে। এ সেতু চালু হবার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বিমানে ঢাকায় যাবার কথা ভুলে যাবেন। এ অঞ্চলের মানুষ সকালে পরিবহন বাসযোগে ঢাকায় গিয়ে জরুরি কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসবেন।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন পদ্মা সেতু নিয়ে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, পদ্মা সেতুর মাধ্যমে দেশে ব্যবসা বাণিজ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। মাত্র তিন ঘন্টায় যশোরের মানুষ সড়ক পথে ঢাকায় গিয়ে সব কাজ করতে পারবে। শিক্ষার্থীরা সকালে ঢাকায় কলেজে গিয়ে জরুরি ক্লাস বা পরীক্ষা দিয়ে বিকেলে বাড়ি ফিরে আসবে। এতে তাদেরকে কোন বেগ পেতে হবে না। কোন ফেরিঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না। এ অঞ্চলের মানুষের পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হলো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মোড়লদের সাথে চ্যালেঞ্জ করে দেশিয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন এ সরকার সব বাধা অতিক্রম করে দেশের স্বার্থে চেষ্টা থাকলে সব কাজ করতে পারে। সাহসী এ কাজের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শহিদুল ইসলাম মিলন বলেন, যশোরাঞ্চলের মানুষের পদ্মা সেতুর পরিপূর্ণ সুবিধা পেতে কিছুদিনের একটি সমস্যা রয়েছে। নড়াইলের কালনা সেতুর কাজ চলছে, এটির কাজ শেষ হবার আগ পর্যন্ত আমাদের ফেরিতে মধুমতি নদী পার হতে হবে। এ জন্য পদ্মা সেতু পর্যন্ত যাতায়াতে একটু সমস্যা হতে পারে। কালনা সেতুর নির্মাণকাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের সহজে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে আর কোন সমস্যা থাকবে না।