শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কিং খানের নাইট রাইডার্স-ই জিতলো সিপিএলের আরেকটি শিরোপা

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে প্রতিপক্ষকেই পাত্তাই দিলো না ত্রিনিবাগো নাইট রাইডার্স। ভারতীয় চলচ্চিত্র তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটি ক্যারিবীয় প্রিমিয়ার লিগের চতুর্থ শিরোপা জিতে নিলো। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে সেন্ট লুসিয়াকে পরাজিত করে।

ফাইনালে ত্রিনিবাগো নাইট রাইডার্স টস জিতে সিদ্ধান্ত নেয় আগে বোলিং করার। ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রান সংগ্রহ করে সেইন্ট লুসিয়া।

লুসিয়ার হয়ে সর্বোচ্চ ৩৯ (২৭) রান করেন আন্দ্রে ফ্লেচার। এছাড়া মার্ক ডেল ২৯, নাজিবুল্লাহ জাদরান করেন ২৪ রান।

নাইটদের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন কাইরন পোলার্ড। ২টি করে উইকেট নেন আলী খান ও ফাওয়াদ আলম।

সেইন্ট লুসিয়ার দেয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ ওভার ৪ বলের মাথায় উইকেট হারায় নাইট ওপেনার টিওন ওয়েবস্টরের (৫)।

দুই নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন টিম সেইফার্টও (৪)। তবে আরেক ওপেনার লেন্ডল সিমন্স আর ড্যারেন ব্রাভোর অনবদ্য ১৩৮ রানের জুটিতে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় নাইটরা।

ড্যারেন ব্রাভোর ব্যাটে আসে অপরাজিত ৮৪ (৪৯)* রান ও ল্যান্ডেল সিমন্স করেন ৫৮ (৪৭)* রান।

গত ১৮ আগস্ট গায়ানা অ্যামাজন ও ত্রিনিবাগো নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় এবারের আসরের। আমেজহীন একটা আসর শেষ হলো ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)। করোনাভাইরাসের কারণে স্বল্প সময়ে মাত্র দুই ভেন্যুতে দর্শক শূন্য গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে সিপিএলের অষ্টম আসর।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন