সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় গাঁজাসহ দুই মাদকসেবী আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ বুধবার রাতে যুগ্নিপাশা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হলো যুগ্নিপাশা গ্রামের হাফিজুর রহমানের পুত্র রুবেল মোল্যা (২২) এবং অভয়নগর চলশিয়া গ্রামের আঃ রাজ্জাক মোল্যার পুত্র আজিম মোল্যা (২০)।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পর যুগ্নিপাশা বাসষ্টান্ড এলাকায় আটককৃতদের দেহ তল্লাশি করে রুবেলের কাছ থেকে ১২ গ্রাম এবং আজিমের কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক আইনে মামলা (নং-৬) হলে বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন