বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা অনূর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, প্রাক্তন জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

রবিবার (২২ মে) দুপুরে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন