খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

ঝড়ে প্রতিবন্ধীর একমাত্র উপার্জনের সম্বল শেষ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জের আনন্দবাগ গ্রামের প্রতিবন্ধী গোলাম রসুলের দোকানের উপর কড়ইগাছ পড়ে দোকানটি সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। দোকানী গোলাম রসুল অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন দোকানে উপস্থিত থাকা ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চুন্নুসহ ৪ জন।

প্রতিবন্ধী গোলাম রসুল ঐ গ্রামের আমজাদ আলীর ছেলে। গ্রামের বাড়ির পাশে একটি টোং দোকান বসিয়ে চা পানের ব্যবসা করে কোন রকম তার সংসার চলছিল। নিয়তির খেলা ২১ মে শনিবার হঠাৎ কালবৈশাখীর তান্ডবে দোকানের পাশে থাকা বৃহৎ কড়ই গাছটি উপড়িয়ে দোকানের উপর পড়ে। তছনছ হয়ে যায় দোকানটি। গ্রামবাসি দোকানের তলা থেকে উদ্ধার করে তাদেরকে।

উল্লেখ্য,গত ২০১৭ সালে পায়ে গ্যাংগ্রিস দেখা দিলে অধ্যাপক ডাঃ আব্দুস সালামের তত্বাবধানে থেকে প্রাইম অর্থোপেডিক্স জেনারেল হাসপাতাল ঢাকাতে তার বাম পা হাঁটুর উপর থেকে কেটে ফেলতে হয়। এরপর থেকে অভাবের সংসার চলে চা বিক্রি করে। দোকানের উপর গাছ পড়ে সবকিছু শেষ হয়ে যাওয়ায় এখন সে হতাশ। সরকারি সহযোগিতা ও বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই সর্বহারা প্রতিবন্ধী গোলাম রসুলের প্রত্যাশা।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!