Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শেখ নজির আহমেদ ফাউন্ডেশনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হালিমা নজিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সেনহাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে দিনব্যাপী এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওযয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মুনির আহমেদ। সভায় মরহুমার স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন সাবেক সংসদ সদস্য শেখ সাইদুর রহমান, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, বিপাশা দেবি ত্বন্নি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আবু তারেক সাইফুল কামাল উপজেলা প্রকৌশলী, শেখ মনিরুজ্জামান সমাজসেবা কর্মকর্তা, মাহফুজুর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা, মমতাজ শিরিন ময়না উপজেলা ভাইস চেয়ারম্যান দিঘলিয়া, খান নজরুল ইসলাম সভাপতি দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ, মোল্লা আকরাম হোসেন সাধারণ সম্পাদক দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ, নাহিদা আক্তার ইলা, মোঃ রফিকুল ইসলাম, শেখ ইস্তেহাদ আহমেদ লিপু, খান আবু সাঈদ, মোসাম্মৎ শামসুন্নাহার , মোঃ আবদুদ দাইয়ান , নাজিয়া আহমেদ প্রমিতি, রাহেনুমা আখতার কেয়া, শেখ ফরহাদ হোসেন ,শরিফুল ইসলাম কাজল প্রমুখ ।

একই দিনে বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওযয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যকরী কমিটির বার্ষিক সভা ২০২০ অনুষ্ঠিত হয়। সভায় চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা ও মতবিনিময় হয়। সভায় ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের আয়-ব্যয়, কর্মপরিকল্পনা ও সম্ভাব্য খরচের অনুমোদন দেয়া হয়।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন