খুলনার কয়রা সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার ল মহারাজপুর ইউনিয়নের সিমলারআইট গ্রামে অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগে ঐ গ্রামের মিয়ারাজ (৫০) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আবু বককর (২৫), আকরামকে (২১) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম সাইফুল্যাহ বালুমহল ও মাটি ব্যাবস্থাপনা আইনের ১৫ ধারায় এই রায় প্রদান করেন।