যশোরের অভয়নগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের যাত্রা শুরু হয়েছে। বুধবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ লক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তানজিলা আখতার, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামীম আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শুভরাড়া ইউপি চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান। খেলার সার্বিক পরিচালনায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল।
খেলার পরিচালনা করেন রেফারি বিরেশ্বর মন্ডল। সহযোগিতায় ছিলেন সুব্রত কুমার সরকার, হাবিবুর রহমান, রবিউল ইসলাম।
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে শক্তিশালী পায়রা ইউনিয়ন ফুটবল একাদশের মুখোমুখি হয় শক্তিশালী শুভরড়া ইউনিয়ন ফুটবল একাদশ। তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় ২-১ গোলে পায়রা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে শক্তিশালী শুভরাড়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে শুভরাড়া ফুটবল একাদশের ১৭ নং জার্সি ধারি মঈন।
খুলনা গেজেট/ টি আই