প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহীম। এই ইনিংসের মাধ্যমে দীর্ঘদিনের সেঞ্চুরিখরা কাটিয়েছেন এ ক্রিকেটার। মুশফিকের মাইলফলকের দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বোমা ফাটিয়েছেন তার স্ত্রী জান্নাতুল মন্ডি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুশফিকের দুটি ছবি পোস্ট করেন ক্যাপশনে তিনি লিখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ।’ এর নিচে মন্ডি আরও লিখেন, ‘তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’
উল্লেখ্য গত ৮ই মে এক সংবাদ সম্মেলনে সিনিয়রদের ভবিষ্যৎ চিন্তা করার কথা বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তিনি বলেন, ‘রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করুক। তারা হাসিমুখে খেলুক, নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততো ভালো। যদি সিদ্ধান্ত না নেয় তো একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’
মুশফিকের স্ত্রীর পোস্টে ধারণা করা যাচ্ছে, বোর্ড সভাপতির সেই কথার জবাবে খোঁচা দিয়েই এই পোস্ট দিয়েছেন তিনি। নিজের সেই পোস্টের মন্তব্য বিভাগ অবশ্য বন্ধ রেখেছেন তিনি।