গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালামের নিকট স্মারকলিপি প্রদান করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে ভিসির কাছে এ স্মারকলিপি প্রদান করেন শাখা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ থেকে ১৩ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। করোনার জন্য দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় শিক্ষা কার্যক্রমে ছন্দপতন হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন ছুটি বাড়তি আরো চাপ তৈরি করবে। ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ছুটি বাতিলের দাবি জানিয়েছেন। সেই প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরো গতি আনতে এবং বিভিন্ন বিভাগের সেশনজট দূর করতে আপনার কাছে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানাচ্ছি।’
স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাস সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, “আমরা সব সময় শিক্ষার্থী বান্ধব। ছুটি বাতিলের বিষয়টি অবশ্যই যৌক্তিক। এ বিষয়টি আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবো।
খুলনা গেজেট/ টি আই