মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফকিরহাটে গ্রাম পুলিশের বিরুদ্ধে গৃহবধু ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে মোস্তফা শেখ (৪০) নামের এক গ্রাম পুলিশের বিরুদ্ধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মে) বিকেলে নির্যাতনের স্বীকার ওই গৃহবধু ফকিরহাট থানায় গ্রাম পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত মোস্তফা শেখ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছেন। সে ঘনশ্যামপুর গ্রামের আবু বক্কার শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার(১৬ মে) রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে নিজের পালিত ছাগল খুজতে বাড়ির বাইরে বের হন। গৃহবধুকে একা পেয়ে গ্রাম পুলিশ মোস্তফা জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গৃহবধুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে গ্রাম পুলিশ মোস্তফা পালিয়ে যায়।

ফকরিহাট মডলে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস) মুহাম্মদ আলিমুজ্জামান বলনে, গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করেছি।

বুধবার সকালে গৃহবধুর শারিরীক পরীক্ষার জন্য বাগরেহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হবে। অভিযুক্ত গ্রাম পুলিশকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন