শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যুব দলের ট্রায়ালে অপরাজিত সেঞ্চুরি রবিনের

ক্রীড়া প্রতিবেদক

সামনের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে নামার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা নিয়ে মাঠে নামবে যুব দলের ক্রিকেটাররা। আর তাই অতিমানবীয় পারফরম্যান্স করেই যুব দলে জায়গা করে নিতে হবে ক্রিকেটারদের। আর সেই লক্ষ্যে সবার চেয়ে নিজেকে এগিয়ে রাখলেন যুব ক্রিকেটার মফিজুল ইসলাম রবিন।

বিকেএসপিতে যুব দল গঠনের লক্ষ্যে ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজন করেছে বোর্ড। যেখানে মোট আটটি ট্রায়াল ম্যাচে অংশ নেবে ক্রিকেটাররা। সেখানে দ্বিতীয় ট্রায়াল ম্যাচে রীতিমতো নিজের যোগ্যতার জানান দিয়ে রাখলেন লাল দলের ওপেনার রবিন।

বুধবার বিকেএসপিতে লাল দল এবং নীল দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে লাল দলের অধিনায়ক রবিন ওপেনিং করতে নেমে ১২৪ বলে করেছেন অপরাজিত ১২৪ রান। যেখানে ১৩টি চারের পাশাপাশি ৩টি ছক্কার মার ছিল। রবিনের শতকে ভর করে আগে ব্যাটিং করে লাল দল নির্ধারিত ৫০ ওভারে তোলে ৫ উইকেটে ২৫১ রান। যেখানে রবিন ছাড়াও চারে নামা আইচ মোল্লা ৬৫ বলে করেছিলেন ৫৩ রান। শেষ দিকে আবদুল্লাহ আল মামুন ১৭ বলে ঝড়ো অপরাজিত ২৬ রান করেন।

২৫২ রানের জবাবে খেলতে নেমে নীল দল ৭৭ রানের হার দেখে মাঠ ছাড়ে। রিহাদ হাসানের দল ৫০ ওভারে ৮ উইকেটে করতে পারে মাত্র ১৭৪ রান। যেখানে সোহাগ আলীর ২৫ রান ছিল সর্বোচ্চ। লাল দলের হয়ে মুশফিক হাসান এবং আশরাফুল সিয়াম নেন দুটি করে উইকেট।

২০২২ সালের যুব বিশ্বকাপের জন্য বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প চালু করেছে বিসিবি। এখান থেকে ট্রায়াল ম্যাচের মাধ্যমে প্রাথমিকভাবে ২৫ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হবে। যাদের ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের জন্য তৈরী করা হবে।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন