খুলনার দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নের তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সোমবার (১৬ মে) সকালে সরজমিন পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী’র একান্ত সচিব আহমেদ কবীর৷
পরিদর্শনকালে তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, শিক্ষক এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি এ কেন্দ্রের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দোতলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্ণারে কিছু সময় অতিবাহিত করেন।
পরিদর্শনকালে তাঁর সংগে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ নিয়াজ শরীফ প্রমুখ। পরে মন্ত্রীর একান্ত সচিব খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করেন।