প্রথম সেশনে ২৪ ওভার বোলিং করেছে বাংলাদেশ। ৭৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছে টাইগাররা। দুটি উইকেটই পেয়েছেন বছরখানেক পর দলে ফেরা নাঈম হাসান। ৮ ওভার বোলিং করে ২৮ রান দেন এই স্পিনার। এছাড়া শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং তাইজুল ইসলাম- সকলেই ৬টি করে ওভার করেন। শরিফুল ১১, খালেদ, ১৮ এবং তাইজুল ১৬ রান খরচ করে কোনো উইকেট পাননি।
তবে প্রথম সেশন শেষের আগেই দুটি রিভিউ হারায় বাংলাদেশ। দুটিই শরিফুলের বলে। অষ্টম ওভারে ওশাদা ফার্নান্দোর পায়ে লাগলে আম্পায়ার সাড়া দেননি। বল আউট সাইডে পিচ করায় রিভিউ হারায় বাংলাদেশ। ২৩তম ওভারে দ্বিতীয় রিভিউ হারায় টাইগাররা
অধিনায়ক দিমুথ করুনারত্নের উইকেট নিয়ে শুভ সূচনা করেন নাঈম হাসান। এবার ক্রিজে থিতু হওয়া ওপেনার ওশাদা ফার্নান্দোকে সাজঘরের পথ দেখালেন এই টাইগার স্পিনার।
২১.২ ওভারে নাঈমের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা লিটন দাসের তালুবন্দি হন ওশাদা। ৭৬ বলে ৩৬ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি।
২২.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৬৭ রান।
উইকেট নিয়ে প্রত্যাবর্তন রাঙালেন নাঈম
২০২১ সালের ফেব্রুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন নাঈম হাসান। এরপর সুযোগ হয়নি টাইগারদের সাদা জার্সির ক্রিকেটে। শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরেই সাফল্যের দেখা পেলেন এই স্পিনার। নাঈমের কুইকারে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ফেরেন ৯ রানে।
ইনিংসের অষ্টম ওভারে নাঈমের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল। বোলিংয়ে নেমে করুনারত্নেকে লেগবিফোরের ফাঁদে ফেলেন নাঈম। রিভিউ নিয়েছিলেন করুনারত্নে। তাতেও লাভ হয়নি।
১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৩ রান শ্রীলঙ্কার।