খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী সম্মিলিত বিষয়ভিত্তিক বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ মে) আরডিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম।

উপস্থিত ছিলেন ইউ আর সি ইন্সট্রাক্টর ও কোর্স কো-অর্ডিনেটর শিমু রাজিয়া লায়লা, প্রশিক্ষক যথাক্রমে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিয়া আফরিন ও চন্দনীমহল শিল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার।

কর্মশালায় উপজেলাধীন ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এটা ছিলো এ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ। এর আগে এ কর্মসূচির আওতায় ৩০ শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় এবং পিইডিপি’র অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!