খুলনা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল লীগ পরিচালনার জন্য আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম জেলা ফুটবল এ্যসোসিয়েশনকে বরাদ্দ দিয়েছে। সে মোতাবেক ১৫ জুন থেকে বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু করার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে জেলা ফুটবল এ্যসোসিয়েশন।
শুক্রবার স্থানীয় কয়েকটি পত্রিকায় খুলনা জেলা স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে লেখা হয়েছে, সেখানে বরাদ্দ দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা লেখা হবে।
এবার লীগে ১৬টি দল অংশ নেবে। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক গ্রুপের দু’টি দল নকআউট পর্বে খেলবে। ১৬টি দলকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে।
গ্রুপগুলো হচ্ছে ক গ্রুপ- ব্রাদার্স ইউনিয়ন, টাউন ক্লাব, এসবিআলি ফুটবল একাডেমি ও ডুমুরিয়া তরুন সংঘ। খ গ্রুপ- আবাহনী ক্রীড়া চক্র, মহেশ্বরপাশা ক্লাব, দিঘলিয়া ওয়াইএমএ ও মৌসুমি একাদশ। গ গ্রুপ-মোহামেডান স্পোটিং ক্লাব, উইনার্স ক্লাব, শেখ কামাল স্মৃতি সংসদ ও লিটন স্মৃতি সংসদ। ঘ গ্রুপ- ইয়ং বয়েজ ক্লাব, বলাকা স্পোটিং ক্লাব, ইয়ং রেডসান ক্লাব ও উল্কা ক্লাব।