খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়ার পদত্যাগ দাবি জেভিপি’র

আন্তর্জাতিক ডেস্ক

লাগাতার আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। কিন্তু তারপরেও আন্দোলন থামছে না। বরঞ্চ পদত্যাগের পর আরও সহিংস হয়ে উঠেছে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি।

এমন অবস্থায় প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসেরও পদত্যাগ দাবি করেছে দেশটির বামপন্থী দল জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি)।

এক ঘোষণায় মার্কসবাদী এ দলটি জানিয়েছে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদত্যাগে এই রাজনৈতিক সংকটের সমাধান হবে না। যতদিন না প্রেসিডেন্ট গোটাবাইয়া পদত্যাগ না করছেন ততদিন এ আন্দোলন চালিয়ে যেতে হবে। এ খবর দিয়েছে ডেইলি মিরর।

জেভিপির সাধারণ সম্পাদক তিলভিন সিলভা এক সংবাদ সম্মেলনে বলেন, আন্দোলনকারীদের অবশ্যই সহিংসতা সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। শান্তিপূর্ণভাবে এই আন্দোলন অব্যাহত রাখা জরুরি। কারণ সহিংসতা আমাদের উদ্দেশ্য হাসিলে কোনো সুবিধা নিয়ে আসবে না। এটি শুধু প্রতিপক্ষকেই সুবিধা দেবে

তাই আমাদেরকে অবশ্যই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রেসিডেন্ট এখনও ক্ষমতায় থাকার সিদ্ধান্ত বদলাননি। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

সিলভা অভিযোগ তুলে বলেন, রাজাপাকসে ভাইয়েরা সন্ত্রাসী বাহিনী দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে যত সহিংসতা হয়েছে তার দায় রাজাপাকসে ও তাদের দলকেই নিতে হবে। যারা এ হামলার নির্দেশ দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটি কোনো ক্ষুদ্র ঘটনা নয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!