খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
মতবিনিময় সভায় বক্তারা

‘ওজোপাডিকো গ্রাহকদের কোন সংকট শুনছে না’

নিজস্ব প্রতিবেদক

প্রি-পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ওজোপাডিকো গ্রাহকদের কোন সংকট শুনছে না। দিনে-দিনে বাড়ছে নানা অসঙ্গতি। বুধবার (০৯ সেপ্টেম্বর) বিএমএ খুলনা মিলনায়তনে নাগরিক নেতারা এসব কথা বলেন।

সংগঠনের আহবায়ক ও বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, রুহিন হোসেন প্রিন্স, শরীফ শফিকুল হামিদ চন্দন, এড. আ ফ ম মহসীন, ফজলুর রহমান, শেখ মফিদুল ইসলাম ও খালিদ হোসেন, মোঃ আরিফুজ্জামান মন্টু, মিজানুর রহমান বাবু, এ্যাড. শহিদুল ইসলাম, এফএম ইকবাল, কৃষ্ণা দাস, নূরুন নাহার হীরা, এএম রাশিদুল আহসান বাবলু, ওয়াহিদুজ্জামান সোহাগ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আসাদুজ্জামান, সাংবাদিক হেদায়েত মোল্যা, মোঃ মিজানুর রশীদ, সঞ্জয় কুমার মল্লিক, ডাঃ শেখ মোসাদ্দেক হোসেন বাবলু ও রেবেকা সুলতানা প্রমুখ। সভায় মেয়রের সাথে মতবিনিময়, দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের সাথে মতবিনিময়, ওয়ার্ডগুলোতে মতবিনিময়, গণ- স্বাক্ষর, গণ-শুনানী, মোমবাতি মিছিলসহ ঘেরাও কর্মসূচি পর্যায়ক্রমে করার সিদ্ধান্ত হয়।

বক্তারা বলেন, সরকার প্রধান যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বারবার ঘোষণার কথা উচ্চারণ করছেন। ঠিক তখনই ২১ জেলা নিয়ে গঠিত ওজোপাডিকো গ্রাহকদের জোর করে প্রি-পেইড মিটার চাপিয়ে দিয়ে নানা দুর্নীতির মাধ্যমে জনঅসন্তোষ সৃষ্টি করে চলেছে। ওজোপাডিকো এতোটাই বেপরোয়া যে, নাগরিকদের কোন কথায় তারা কর্ণপাত করছে না।

বক্তারা আরও বরেন, প্রি-পেইড মিটার রিচার্জ করার সঙ্গে সঙ্গে রিচার্জের টাকা ও বিভিন্ন খাতে কেটে নেয়া টাকার মধ্যেও ব্যাপক গরমিল রয়েছে। ওজোপাডিকো’র সংশ্লিষ্ট কর্মকর্তারা এতোটাই বেপরোয়া যে, গ্রাহকরা এ বিষয়ে কোন ব্যাখ্যা চাইলে তারা উত্তেজিত হন এবং অনিহা প্রকাশ করেন। গ্রাহকরা সন্দেহ প্রকাশ করেন যে, ওজোপাডিকোর ব্যবহৃত সফটওয়্যার এমনভাবে তৈরি যা গ্রাহকের রিচার্জের টাকা সমন্বয়ের ক্ষেত্রে সক্রিয়ভাবে ত্রুটিযুক্ত ও দুর্নীতিগ্রস্থ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!