বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে ট্রলির ধাক্কায় ব্যাবসায়ী নিহত

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ধান বোঝাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার(৯ মে) রাতে চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মোল্যা নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শরীফ পাড়ার গফফার মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী শামীম মোল্যা মোটর সাইকেলে নড়াগাতি থেকে চুনখোলা যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী শামীম ও চালক মারাত্মক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

আহত মোটরসাইকেল চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) শুকান্ত সাহা দুর্ঘটনায় শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।

খুলনা গেজেট / এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন