Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে ছিনতাইকারীর কোপে আহত বিশ্ববিদ্যালয় ছাত্রের জ্ঞান ফেরেনি

নিজস্ব প্রতিবেদক

নগরীর শেরএ বাংলা রোডে ছিনতাইকারীদের কোপে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ছাত্র শামীম গাজী শান্ত (২৫) এর ঢাকা পঙ্গু হাসপাতালে অপারেশন সম্পন্ন হলেও এখনও জ্ঞান ফেরেনি। বুধবার সন্ধ্যায় মুঠোফোনে তার চিকিৎসার সর্বশেষ আপডেট দের শান্তর বাবা দুলাল গাজী। তিনি জানান খুলনা মেডিকেল কলেজ থেকে অপারেশন কিছুটা করে আসলেও ঢাকায় এসে তাকে আবারও অপারেশন করা হয়েছে। তবে ব্যাপকভাবে রক্তক্ষরণ হওয়ার এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

চিকিৎসক বলেছে এখনও তার শংকা কাটেনি। আরও ২৪ ঘন্টা পর তার শারীরিক অবস্থার বিষয়ে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা করেননি বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য মঙ্গলবার অনলাইনে মটর সাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে ফোন দিয়ে ডেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে তার মটর সাইকেল ও মোবাইল নিয়ে যায় দুবৃত্তরা। সে শেখপাড়া শিল্পকলা একাডেমী এলাকার বাসিন্দা দুলাল গাজী এর ছেলে। শান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নতোকোত্তর শ্রেণির শিক্ষার্থী। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন