Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নগরীতে সড়ক দূর্ঘটনায় প্রাথমিকের দুই শিক্ষক আহত

দৌলতপুর প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি খুলনা মহানগর শাখার সভাপতি ও মহেশ্বরপাশা কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান ও মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও মহেশ্বরপাশা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস কে জামান সড়ক দৃূর্ঘটনায় আহত হয়েছেন।

বুধবার বেলা ৩ টার সময় খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ফেরার পথে গোয়ালখালি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বর্ণনা মতে খুলনাগামী বেপরোয়া গতিতে চলা একটি মাহেন্দ্র তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাহেন্দ্রের পিছনে বড় বস্তার সাথে আঘাত লেগে তারা সড়কে পড়ে যান। এতে তাদের কনুই, হাটুসহ শরীরের বেশ কয়েকটি স্থানে কেটে ছিলে যায়।

দূর্ঘটনার খবর পেয়ে শিক্ষক নাসির উদ্দিন স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দেন।

আহত শিক্ষকরা জানান, দূর্ঘটনার খবর পেয়ে খুলনা থানা শিক্ষা অফিসারসহ অনেক শিক্ষক তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

মহেম্বরপাশা নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুম বিল্লাহ পলাশ বলেন, ‘করোনা কালীন সময়ে দীর্ঘদিন পরিবহন চলাচল বন্ধ থাকার পরে ইদানিং সড়কে মাহেন্দ্র, সিএনজির বেপরোয়া গতিতে চলার কারণে সড়কে দূর্ঘটনা বেড়েছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন