জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ নাগরিকের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি বুধবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর জাপানের পক্ষ থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করায় এই পাল্টা নিষেধাজ্ঞা জারি করল ক্রেমলিন।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ফুমিও কিশিদার প্রশাসন নজিরবিহীন রাশিয়াবিরোধী প্রচারণা চালিয়েছে এবং রাশিয়াবিরোধী অগ্রহণযোগ্য বক্তব্যের অনুমোদন দিয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন