খুলনার তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝুপি (মাছ ধরার কোচ) দিয়ে বাবুল শেখ কে (৫০) কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই।
নিহত বাবুল শেখ আদালতপুরের রাইজোল শেখের ছেলে। আজ সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আপন চাচাতো ভাই মুকুলদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে বাবুলদের। এরই সূত্রধরে আজ মুকুল কোচ দিয়ে বাবুলের মাথায় আঘাত করে। ঘটনার পর এলাকাবাসী এগিয়ে আসলে মুকুল পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় বাবুলকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারীদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে।