রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে মটর সাইকেল ও মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে মটর সাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা সেজে ফোন দেয়। এরপর বাসা থেকে ডেকে নিয়ে নগরীর শের-এ বাংলা রোডে আমতলা এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে তার মটর সাইকেল ও মোবাইল নিয়ে যায় দুবৃত্তরা। লৌমহর্ষক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নাম শামীম গাজী শান্ত (২৫)। সে শেখপাড়া শিল্পকলা একাডেমী এলাকার বাসিন্দা দুলাল গাজী এর ছেলে। শান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নতোকোত্তর শ্রেণির শিক্ষার্থী। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শান্তর বাবা দুলাল গাজী জানান, তার ছেলে করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে ছিলো। টাকার প্রয়োজন হলে নিজের ব্যবহৃত মটর সাইকেলটি সুজুকি জিক্সার বিক্রির জন্য অনলাইনে একটি বিজ্ঞাপন দেয়। সেখান থেকে ক্রেতা সেজে ফোন দিয়ে গাড়ী ও কাগজপত্র নিয়ে শেখপাড়া থেকে নগরীর নিরালা আমতলা এলাকায় নিয়ে যায়। এরপর অনেক চেষ্টা করে মটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। বেশ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে হাতের কবজি আলাদা করে ফেলে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে তার অব্স্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন ঘটনা প্রাথমিক ভাবে যা জানাগেছে তা হল শান্তর কাছে ৪০-৪৫ হাজার টাকা পাবে তার কিছু বন্ধু । বেশ কিছুদিন ধরে টাকা না দেয়ায় তাকে ধরে কুপিয়ে মোবাইল ও মটর সাইকেল নিয়ে গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। মামলা হলে তদন্ত করে বিস্তারিত ঘটনা জানা যাবে।

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন