Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বাগেরহাটে বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি

বাগেরহাট প্রতিনিধি

অবশেষে বাগেরহাটের মোল্লাহাটে বিরোধপূর্ণ ৩৭ শতক জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত। মোল্লাহাট উপজেলা সদরের মৃত শেখ রেজাউল করিমের মেয়ে ফাহমিনা করিমের পক্ষে তুহিন সরদারের আবেদনের প্রেক্ষিতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাফিজ আল আসাদ এ আদেশ দেন। আদেশে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিরোধপূর্ণ জমিতে শান্তি শৃঙ্খলা বাস্তবায়নের নির্দেশ দেন এবং ২২ অক্টোবর পর্যন্ত এই আদেশ বলবত থাকবে।

আদেশ প্রাপ্তি সাপেক্ষে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির ঘটনাস্থলে গিয়ে শেখ ফয়জুল করিমকে সকল প্রকার কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওই জমিতে প্রবেশ ও কোন স্থাপনা নির্মাণ না করতে অনুরোধ করেন।

ফাহমিনা করিম বলেন, আদালতের নিষেধাজ্ঞা সত্বেও আমার চাচা শেখ ফয়জুল করিম গোপনে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুপুরে বিরোধপূর্ণ ওই জমির উপর নির্মাণাধীন মার্কেটের দুটি কক্ষে দু‘জন ভারাটিয়াও উঠিয়েছেন। আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও যদি এ ধরনের কাজ চলে তাহলে আামরা কোথায় যাব।

ওসি গোলাম কবির বলেন, আদালতের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১৪৪ ধারা বাস্তবায়িত করার সকল পদক্ষেপ গ্রহন করেছি। শেখ ফয়জুল করিমকে আদালতের নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। এরপরেও যদি কেউ নির্দেশনা অমান্য করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ, মোল্লাহাট বাজার সংলগ্ন ৩৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে শেখ রেজাউল করিমের মেয়ে ফাহমিনা করিম ও তার চাচা শেখ ফয়জুল করিমের সাথে বিরোধ চলে আসছে।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন