রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সভাপতিত্ব করেন।

উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা শেফালী খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মির্জা, মিজানুর রহমান, প্রভাষক ময়নুল ইসলাম ও যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১শ‘ গাছের চারা বিতরণ করা হয়।

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন