খুলনা, বাংলাদেশ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২১ মে, ২০২৪

Breaking News

  উল্লেখযোগ্য সহিংসতা হয়নি, ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি : সিইসি
  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
  দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

মহসেন জুটমিল শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ

ফুলবাড়িগেট প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুটমিলের ছাটাইকৃত শ্রমিকদের গ্রাচুইটি, পিএফসহ যাবতীয় পাওনাদি পরিশোধের দাবিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পৌনে ১ ঘন্টা শিরোমণি খানাজাহান আলী থানা সড়ক অবরোধ করে শ্রমিকেরা।

অবরোধ চলাকালে সিবিএ’র সাবেক সভাপতি মো. শহিদুল্লাহ খার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন , ক্বারী আছহাফ উদ্দিন, ইনিজল কাজী, কাগজী ইব্রাহীম, আমির মুন্সি প্রমুখ।

এসময় শ্রমিক নেতারা বলেন, ত্রি-পক্ষিয় সিদ্ধান্ত অনুযায়ি শ্রমিকের পাওনা ২৬ আগষ্ট পরিশোধের কথা থাকলেও মিল মালিক পরিশোধের ব্যাপারে কোন পদক্ষেপ না নিয়ে সিবিএ নেতাদের সাথে আতাত করে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা বলেন জেলা প্রশাসক, শ্রমপরিচালক-এর মাধ্যমে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবারের মধ্যে যদি শ্রমিকের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে মিল মালিক কোন পদক্ষেপ গ্রহন না করে তাহলে আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুটমিল শ্রমিক কলোনীতে শ্রমিক জনসভার মাধ্যমে লাগাতার রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্ত হুশিয়ারী উচ্চারণ করেন।

কর্মসুচি চলাকালে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম শ্রমিকদের দাবীর ব্যাপারে একাত্মতা প্রকাশ করে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা যেন অতিদ্রুত পেতে পারে সে ব্যাপারে খুলনা জেলা প্রশাসক, শ্রমপরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!