খৃুলনার দাকোপে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (২৭ এপ্রিল) বিকেলে দাকোপ উপজেলার পানখালি ফেরিঘাটে সহকারী কমিশনার (ভুমি) এর নেতৃত্বে এবং দাকোপ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ফেরিঘাটে ট্রাকের দীর্ঘ সিরিয়াল পরিলক্ষিত হয়। পানখালি- বরণ পাড়া ফেরিঘাটে দুইটি ফেরি সার্বক্ষণিক চলাচলের কথা থাকলেও একটি ফেরি দীর্ঘক্ষণ এক দিকে বিভিন্ন অজুহাতে রেখে যানচলাচলে বিঘ্ন ঘটানো, জনদূর্ভোগসহ তরমুজবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি করে সংকট তৈরি করার অপরাধে ফেরিঘাটের ইজারাদারকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধিত হয়।
এসময়ে ফেরিঘাটে সার্বক্ষণিক দুইটি ফেরি চলাচলের বিষয়ে ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং খেয়াঘাটের ইজারাদারদের ঘাটের টোলরেটে প্রদর্শিত মূল্যের অধিক মূল্য না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সর্বোপরি তরমুজ চাষীদের ট্রাক হতে নির্ধারিত মূল্যের অধিক হারে টোল আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে (ফেরিঘাট এবং খেয়াঘাটের ইজারাদার) সতর্ক করা হয়।