খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

মানবিক কাজে প্রশংসিত হচ্ছেন সারমিন সালাম

একরামুল হোসেন লিপু, দিঘলিয়া

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ঘোষগাতী ক্যাবল ঘাটে অবস্থিত আমিনিয়া জামে মসজিদ। আশেপাশের বহু মুসল্লি মসজিদটিতে ৫ ওয়াক্ত নামাজসহ তারাবীর নামাজ আদায় করে থাকেন। গত সপ্তাহে হঠাৎ করে মসজিদের সাউন্ড সিস্টেম নষ্ট হয়ে যায়। বিপাকে পড়ে মুসল্লিরা। মুসল্লিদের মধ্যে তেমন কোন ধনী ব্যক্তি  না থাকায় নতুন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা না হওয়ায় নামাজ আদায় করতে সমস্যার সৃষ্টি হচ্ছিল।

বিষয়টি কোন এক মাধ্যমে জানতে পারেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান মানবিক কর্মী সারমিন সালাম। তাৎক্ষণিকভাবে তিনি মঙ্গলবার (২৬ এপ্রিল) তাঁর প্রতিষ্ঠিত ‘সালাম মূর্শেদী সেবা সংঘের’ প্রতিনিধিদের মাধ্যমে একসেট নতুন অত্যাধুনিক সাউন্ড সিস্টেসহ আজান দেওয়ার যাবতীয় জিনিষপত্র ক্রয় করে মসজিদ কমিটির হাতে তুলে দেন। তাঁর এই মহানুভবতার জন্য এলাকার মুসল্লিরা তাঁর প্রতি কৃতজ্ঞতা, তাঁর সুস্থ এবং দীর্ঘায়ু জীবন কামনা করেছে।

এমন অনেক মানবিক কাজ এবং মহানুভবতার জন্য তিনি তাঁর স্বামীর নির্বাচনী এলাকা দিঘলিয়া, রুপসা, তেরখাদা উপজেলায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন।

তিনি তাঁর প্রতিষ্ঠিত সালাম মূর্শেদী সেবা সংঘের মাধ্যমে দিঘলিয়া, রুপসা, তেরখাদা এই তিনটি উপজেলায় হাজার হাজার দুস্থ অসহায়, বিকলাঙ্গ ও গরীব মানুষদের বিভিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছেন। সংগঠনটি তিনি এবং তাঁর স্বামীর ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয়।

২০২০ সালের ২৫ জুন মানব সেবার মহান ব্রত নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। দিঘলিয়া রূপসা, তেরখাদা উপজেলায় রয়েছে সংগঠনটির এক ঝাঁক উদীয়মান তরুণ। যারা নিঃস্বার্থ এবং নিরলসভাবে নিজেকে মানব সেবায় নিয়োজিত রেখেছে। এসকল তরুণেরা সালাম মূর্শেদী সেবা সংঘের প্রতিনিধি হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ পরীক্ষা, ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, ফ্রি অক্সিজেন সেবা, চোখের ছানি ও ফ্রি অপারেশন, এতিম ও অসহায় মেয়েদের বিবাহের ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ, করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারের ব্যবস্থা, করোনাকালীন সময়ে পিপি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গরিব অসহায় দুঃস্থ মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ, মহিলাদের সেলাই মেশিন প্রদান, ভূমিহীনদের ঘর তৈরি করে দেওয়া, মেধাবী ছাত্র/ছাত্রীদের লেখাপড়া দায়িত্ব গ্রহণ, গরীব ও অসহায় মানুষদের মধ্যে গবাদিপশু প্রদান, নির্যাতিত মানুষের আইনি সহায়তাসহ নানান ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে। সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকে সমাজের গরীব অসহায় ও দুঃস্থ্য মানুষের পাশে দাঁড়িয়েছে।

শুরু থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সালাম মূর্শেদী সেবা সংঘ ছাড়াও তিনি সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক ও সারমিন সালাম অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দিঘলিয়া, রুপসা, তেরখাদা উপজেলায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

এছাড়া সামাজিক উন্নয়ন ও সমাজ সেবামূলক কাজে অসামান্য অবদানের জন্য সারমিন সালাম Best Ambassador of Humanity ক্যাটাগরিতে ‘রিয়েল হিরো এ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছেন। এছাড়া নারী উদ্যোক্তা হিসেবে তিনি ‘সর্বজয়া এ্যাওয়ার্ড -২০২১’ লাভ করেছেন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!