খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

৪৪তম বিসিএস এর শ্রুতলেখকদের আবেদন আহ্বান

গে‌জেট ডেস্ক

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখক হতে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এ আবেদন করতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) থেকে শ্রুতলেখক নিয়োগ দেওয়া হবে।

আগামী ২৭ মে ৪৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার জন্য এরই মধ্যে আবেদন গ্রহণ শেষ হয়েছে। আবেদন করেছেন তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন।

এ পরীক্ষায় শ্রুতলেখক বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যাঁদের শ্রুতলেখক প্রয়োজন হবে, তাঁদের ২৮ এপ্রিলের (বৃহস্পতিবার) মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি ও প্রবেশপত্র, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।’

কাগজপত্রসহ ২৮ এপ্রিলের মধ্যে অফিস চলাকালে আবেদন না করলে শ্রুতলেখক নিয়োগ করা হবে না। শ্রুতলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল কর্ম কমিশন অনুমোদিত শ্রুতলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!