মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় ৫৩২ বাংলাদেশি আটক

আন্তর্জা‌তিক ডেস্ক

লিবিয়ার ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসারাতা থেকে অবৈধভাবে ইউরোপে যাবার প্রস্তুতির সময় ৫৩২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করে লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

মাইগ্রেন্ট রেসকিউ ওয়াচ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, বাংলাদেশিদের সাথে আছে ৬ মিশরীয় নাগরিক, সুদানের একজন ও সিরিয়ার ৬ জন।

লিবিয়ার পুলিশ এক ঝটিকা অভিযানে এসব বাংলাদেশিকে আটক করেছে। অভিবাসন নিয়ে কাজ করা সংস্থাটির টুইটে এ সংক্রান্ত একাধিক খবর প্রকাশ করে। বলা হয়, জারিখ উপকূল থেকে নৌকাযোগে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেবার কথা ছিল এই অভিবাসন প্রত্যাশীদের। তার আগেই আটক করা হয় তাদের।

সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে প্রাণহানির ঘটনা বেড়েছে। এই অবৈধ অভিবাসীদের দলে বাংলাদেশিদের থাকার খবর আগেও এসেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, মানব পাচারকারীরা ইউরোপের উন্নত জীবনের লোভ দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন