শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

প্রখ্যাত চিত্রপরিচালক মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন রিজভী মারা গেছেন

গে‌জেট ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭৮) বছর। তিনি বেশ কয়েক বছর ধরেই জটিল রোগে ভুগছিলেন।

সোমবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তমিজ উদ্দিন রিজভী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার পরিচালিত আশীর্বাদ শিরোনামের চলচ্চিত্রটির মাধ্যমে চিত্র নায়িকা অঞ্জু ঘোষ চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। তমিজ উদ্দিন রিজভী আশা ভালবাসা চলচ্চিত্রেরও পরিচালক ছিলেন। এই চলচ্চিত্রটির মাধ্যমে খলচরিত্রে অভিষেক ঘটে মিশা সওদাগরের। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচিত্রের মধ্যে রয়েছে ছোট মা, জেলের মেয়ে ও জবাবদিহি ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন