মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সুন্দরবনে বাঘের আক্রমণে গরু আহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

শরণখোলায় সুন্দরবনে বাঘের আক্রমণে একটি গরু আহত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের  ধানসাগর টগড়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত গরুটি শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের আফজাল হাওলাদারের।

গরুর মালিক আফজাল হাওলাদার বলেন, নদী সাতরে সুন্দরবনের কিনারে ঘাস খাচ্ছিল আমার গরুটি।  একটি রয়েল বেঙ্গল টাইগার গরুটির  উপর আক্রমণ করে। এসময়  গরুর  ডাক চিৎকারে  গ্রামবাসী এগিয়ে আসেন। পরে বাঘটি গরুটিকে ছেড়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত গরুটিকে উদ্ধার করে নিয়ে আসেন।  গ্রামবাসীরা গরুটি  জবাই করে নামমাত্র মূল্যে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যায়।

স্থানীয় গ্রাম পুলিশ তোফাজ্জল হোসেন বলেন, বাঘের আক্রমণে আহত গরুটিকে জবাই করে সবাইমিলে গোশত ভাগ করে নিয়েছেন।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, বিষয়টি আমি সংবাদ কর্মীদের মাধ্যমে শুনেছি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন