তথ্যটি ভয়াবহ, কিন্তু বাস্তব। একবছর আগে কোভিডের দ্বিতীয় তরঙ্গ যখন আঘাত করেছিল কলকাতাকে ২০২১-এর মে-জুন মাসে, সংক্রমিতদের অধিকাংশ এখনও হার্ট, লাং, কিডনি, যকৃত, পাকস্থলীজনিত সমস্যায় ভুগছেন।
এর সঙ্গে যোগ হয়েছে অনিদ্রা ও স্লিপ এপনিয়ার মতো রোগ। ডাউন টু আর্থ নামক একটি ম্যাগাজিন সমীক্ষা চালিয়ে দেখেছে যে, দ্বিতীয় ওয়েভ-এর সময় কোভিড আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন।
কলকাতার বিশিষ্ট পালমোনওলোজিস্ট ডা. রাজা ধর এই তথ্য মেনে নিয়ে বলেছেন, দ্বিতীয় ওয়েভ-এর সময় আক্রান্ত তার বহু রোগী অহেতুক ভীতি এবং হাইপারটেনশনের শিকারও হয়েছেন।
কেন দ্বিতীয় ওয়েভ এইভাবে তার ছাপ রেখে গেল? ম্যাগাজিনটি তার সমীক্ষায় এই প্রশ্নের জবাব না দিলেও একটি বিষয়ে অভিমতটি একসুরে বাঁধা যে, কলকাতায় দ্বিতীয় ওয়েভ সব থেকে মারাত্মক ছিল।