খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র রমজানে সামর্থবান মুসলিম ভাই-বোনদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত। মানুষের সেবায় কাজ করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নেয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি মোরেলগঞ্জ কল্যাণ সমিতির সকল সদস্যকে মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
শনিবার (২৩ এপ্রিল) বিকালে খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে খুলনা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, মাহবুবুল আলম সোহাগ, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু, পৌরসভা মেয়র এ্যাড মনিরুল হক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, বাগেরহাট জেলা পরিষদের সাবেক সদস্য আফরোজা আক্তার, অধ্যক্ষ বদিউজ্জামান, উত্তম কুমার মজুমদার, নৃপেন্দনাথ হালদার, ডা মোঃ শহিদুল ইসলাম, ডাঃ দেবনাথ রনি।
সমিতির আহবায়ক আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে ও পরিচালনা করেন সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন। এ সময় সমিতির আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, সুলতান আহমেদ, রুম্মান আহম্মেদ, তানিজ আহমেদ, গোলাম রাব্বানি মামুন, রফিকুল ইসলাম মাসুম, ডাঃ মিজানুর রহমান, মাহাবুবুর রহমান, এম সাইফুল ইসলাম, ইমরান হোসাইন প্রমুখ।