খুলনার রূপসায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী মধ্যেপাড়া গ্রামে শনিবার(২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনায় ঘটে।
৬৫ বছর বয়সী নিহত চিত্ত বালা ওই গ্রামের মৃত নিরোধ বালার ছেলে।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন রূপসা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল।
স্থানীয়দের বরাতে তিনি জানান, চিত্ত বালার সঙ্গে তার চাচাতো ভাই সমির বালার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এদিন বেলা ১১টার দিকে জমির সীমানা নির্ধারণ নিয়ে তারা দুজন বিবাদে জড়িয়ে পড়েন। পরে সমির বালা লাঠি দিয়ে চিত্ত বালাকে আঘাত করেন।
এ সময়ে মারামারি ঠেকিয়ে তাদের বাড়িতে নিয়ে যায় দুপক্ষের লোকজন। বাড়ি পৌঁছানোর পর চিত্ত বালা অসুস্থ বোধ করতে থাকেন। তখন পরিবারের সদস্যরা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এস আই মোস্তফা কামাল জানান, এ ঘটনায় দুপক্ষই থানায় এসেছে। এখনও মামলা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
খুলনা গেজেট/ এস আই