দাকোপ উপজেলার পল্লীতে চিহ্নিত সন্ত্রাসীরা পিটিয়ে মোঃ জাকির হোসেন (৫৩) নামে এক সাংবাদিকের হাত ভেঙে দিয়েছে। বৃহম্পতিবার উপজেলার কৈলাশগঞ্জ ৬ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। হামলার ঘটনায় দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, দৈনিক মানবজমিন ও দৈনিক অণির্বাণ পত্রিকার দাকোপ প্রতিনিধি দাকোপ প্রেসক্লাবের সদস্য মোঃ জাকির হোসেনের সাথে একই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী নাসির ফরাজী, হানিফ ফরাজি এবং ইসমাইল ফরাজীর পূর্ব শত্রুতা ছিল। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে অভিযুক্তরা জোর পূর্বক সাংবাদিক জাকিরের তরমুজ ক্ষেতে প্রবেশের চেষ্টা করলে তিনি বাঁধা দেন। এক পর্যায়ে তারা লাঠি সোটা নিয়ে সাংবাদিক জাকিরকে বেধড়ক পিটানো শুরু করে। এ সময় জাকির হোসেনের পুত্রবধু মিম বেগম ঠেকাতে এলে সন্ত্রাসীরা তাকেও মারপিট করে। ক্ষেতের বিক্রয় যোগ্য ২ লাখ টাকার তরমুজ নষ্ট করে হামলাকারীরা। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় সাংবাদিক জাকির হোসেনকে উদ্ধার করে দাকোপ হাসপাতালে ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোজাম্মেল হক জানান, জাকিরের বাম হাতের হাড় ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, হামলার ঘটনায় সাংবাদিক জাকির বাদী হয়ে ওই রাতেই ৩ জনের নামে এজাহার দাখিল করেন। পুলিশ এজাহারটি আমলে নিয়ে তাৎক্ষণিক আসামিদের গ্রেপ্তারের লক্ষে অভিযানে যায়।
এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ আননুর যায়েদ বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের লক্ষে অভিযানে চালাচ্ছে। অতিদ্রুত আসমিদের গ্রেপ্তার করা হবে।
এদিকে সিনিয়র সাংবাদিক জাকির হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার ঘটনায় দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবী করা হয়েছে।