বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

বিশ্বে আরও সাড়ে ৩ হাজার মৃত্যু, শনাক্ত ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

একদিনে বিশ্বজুড়ে প্রায় ৩ হাজার ৭০০ প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৯৫ হাজার। আবারও কোভিড-১৯ দৈনিক প্রাণহানির শীর্ষে ভারত। ২৪ ঘণ্টায় ১১২৯ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৫ হাজারের বেশি। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৭২ হাজার ৮০০। মোট আক্রান্ত ৪২ লাখ ৭৭ হাজারের ওপর।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে সংক্রমণ ও প্রাণহানি। সোমবার (০৭ সেপেম্বর) ৩১৫ জনের প্রাণ গেছে ব্রাজিলে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১০ হাজারের কিছু বেশি। যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৩শ’র নিচে। ২৫ হাজারের মতো আক্রান্ত শনাক্ত হয়েছে প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে থাকা দেশটিতে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন