শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ইবিতে ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা

ইবি প্রতিনিধি

পবিত্র রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২১ এপ্রিল থেকে ১১ মে ২০২২ পর্যন্ত ক্লাস বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। তবে ২৭শে এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগে পরিক্ষাসমূহ চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুঃ আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ এপ্রিল হতে ১১ মে ২০২২ পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে। তবে ২৭ এপ্রিল পর্যন্ত পরিক্ষাসমূহ চলবে। এছাড়া শিক্ষার্থীদের আগামী ২৮ এপ্রিল সকাল ১০ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটি শেষে আগামী ১২ মে হলসমূহ খুলে দেওয়া হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন